রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

গৌরীর বাড়ির নীচে দাঁড়িয়ে চিৎকার করে গান গাইতেন শাহরুখ

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

জমজমাট ডেস্ক

বলিউডের অন্যতম সেরা কাপল ও আলোচিত জুটি শাহরুখ খান ও গৌরী খান। যাদের ভালোবাসার গল্প থাকে সবার মুখে মুখে। সেই জুটির ভেতরে থাকা সত্য শুনলে এক কথায় চমকে যেতে হয়।

গৌরী ও শাহরুখ খানের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ ঠিক কতটা গভীর তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। প্রতিটা পদে পদে কিং খান নিজেকে প্রমাণ করেছেন গৌরীর কাছে। প্রথম সাক্ষাৎ থেকে সংসার, সবটাই ভক্তদের কাছে ঠিক যেন পর্দার গল্প।

বলিউডের বাদশাহ শাহরুখ খানের ছোটবেলার সুইট হার্টের নাম গৌরী খান। তাঁকেই বিয়ে করেছেন শাহরুখ। তাঁর সঙ্গে সংসার পেতে সুখে আছেন কিং খান। তবে জানেন কি, গৌরীকে পাওয়ার জন্য কম বেগ পেতে হয়নি শাহরুখকে। গৌরী ছিলেন দিল্লির বর্ধিষ্ণু পরিবারের কন্যা। শাহরুখ ছিলেন নিম্ন-মধ্যবিত্ত। স্কুলজীবনে তাঁদের আলাপ হয়। একটা সময় গৌরীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতেন শাহরুখ। কেবল তাই নয়, গৌরীর জন্য গানও গাইতেন বাড়ির নীচে দাঁড়িয়ে।

শাহরুখ এবং গৌরীর বাড়ির দূরত্ব ছিল অনেকটাই। প্রত্যেকদিন তাঁর বাড়ির নীচে দাঁড়িয়ে থাকতেন শাহরুখ এবং গাইতেন, “গোরি তেরা গাঁও বড়া পেয়ারা…” জোরে-জোরে এই গান গাইতেন শাহরুখ। কখনও হয়তো বারান্দা থেকে উঁকি দিতেন গৌরী। গৌরীকে এক ঝলক দেখে সেখানেই শান্তি খুঁজে পেতেন শাহরুখ। স্বীকার করেছিলেন কিং খান।

শাহরুখের পাগলামি দেখে গৌরী একবার তাঁর থেকে রেহায় পেতে চেয়েছিলেন। পালিয়ে চলে এসেছিলেন মুম্বাইয়ে। তখন তাকে খুঁজতে মাত্র ৪০০ টাকা পকেটে নিয়ে গৌরীর পিছু-পিছু এসেছিলেন শাহরুখ। গৌরী সমুদ্র সৈকত পছন্দ করতেন। ফলে প্রত্যেকদিন আরব সাগরের বিভিন্ন বিচে গৌরীকে খুঁজতেন শাহরুখ। তাঁর বন্ধুরা বলতেন, “এইভাবে গৌরীকে খুঁজে পাবি না।
দিল্লি ফিরে চল। ওকে ভুলে যা।”

মন খারাপ করে দিল্লি ফিরে আসার দিন শেষবারের মতো সমুদ্রের পাড়ে গিয়েছিলেন শাহরুখ। তখনই গৌরীর সঙ্গে দেখা হয় তাঁর। শাহরুখকে দেখে তাঁর প্রতি ভালবাসা বুঝতে পারেন গৌরী। তারপর থেকে আর তাঁরা আলাদা হননি।  আর এটাই ছিলো এই  কাহিনীর হ্যাপি এন্ডিং।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ