শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে সংঘর্ষ জারি! কে হাসবে জয়ের হাসি ?

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

জমজমাট ডেস্ক

স্বাধীনতা দিবসে সংঘর্ষ জারি! পর্দায় মুক্তি পাবে তিন তিনটি হিন্দি সিনেমা। তিন সিনেমার গল্প তিন রকমের। সিনেমা গুলি কী পরবে প্রেক্ষাগৃহে দর্শক টানতে?

ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট। আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে  তিনটি সিনেমা সিনেপ্রেমীদের কাছে বিনোদন মানেই নানা স্বাদের ছবি। ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ‘স্ত্রী ২’, ‘খেল খেল মে’, ‘ভিদা’ সিনেমা। এই কারণেই সিনেপ্রেমিদের কপালে ভাঁজ। তাঁদের কৌতূহল, একই দিনে তিনটি বড় বাজেটের ছবিমুক্তি কতটা বাণিজ্যিক ভাবে সফল হবে? কার মুখেই বা ফুটবে বিজয়ের হাসি?

জন আব্রাহাম, তমন্না ভাটিয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শর্বরী অভিনীত ‘ভিদা’ ছবিটি নিয়ে চর্চা কম নয়। ২৫ অথবা ২৬ জুলাই মুক্তি পেতে পারে ছবির ট্রেলার। কঠোর অনুশাসনের বিরুদ্ধে, এক নারীর সংগ্রামকে সমর্থন জানিয়ে তাঁর বিদ্রোহ। এই ছবিতে ফের অ্যাকশনে দেখা যাবে জনকে । বক্স অফিস বলছে, জন আব্রাহাম অ্যাকশনে সফল। নিখিল আডবাণী পরিচালিত ছবিটি বক্স অফিসে তাই একেবারে মুখ থুবড়ে পড়বে না, এমনটাই ধারণা করা হচ্ছে ।

ইদানীং, অক্ষয় কুমার একের পর এক ছবিতে ব্যর্থ। তার পরেও স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে তাঁর ‘খেল খেল মে’। যারা কমেডি ধাচের সিনেমা দেখতে ভালবাসেন, তাঁরা কৌতুক রসের এই ছবিটির অপেক্ষায় রয়েছেন। অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধেছেন তাপসী পান্নু, বাণী কপূর, ফারদিন খান, অ্যামি ভির্ক প্রমুখ। মুদাসসার আজিজ পরিচালিত ছবিটি কি বক্স অফিসে অক্ষয়ের ভাগ্য ফেরাবে? এখন সেটাই দেখার বিষয়। তবে তিন ছবির একযোগে মুক্তিতে দর্শক যে ভাগ হয়ে যাবে, তা নিয়ে সন্দেহ নেই। সিনেবোদ্ধাদের এ-ও আগাম ভবিষ্যদ্বাণী, দীনেশের ‘স্ত্রী’ ছবিটি প্রথম বারেই দর্শকদের মন জয় করেছে। ফলে, দ্বিতীয় ছবিটি ঘিরে তাঁদের বাড়তি আশা। এই কারণেই দর্শকদের একটা বড় অংশ সেই ছবিটির দিকে ঝুঁকবে, তা বলাই বাহুল্য।

একাধিক সিনে সমালোচকদের মতে, ২০২৪ সালটা নাকি রাজকুমার রাওয়ের। এ বছর তাঁর প্রথম ছবি ‘শ্রীকান্ত’। যা দেখে অভিনেতার অনুরাগীরা নতুন করে তাঁর প্রেমে পড়েছেন। তাঁর দ্বিতীয় ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ বক্স অফিসে সফল। পাশাপাশি, রাজকুমারের অভিনয়ও প্রশংসিত। অভিনেতার তৃতীয় ছবি ‘স্ত্রী ২’ মুক্তি পাচ্ছে স্বাধীনতা দিবসে। সাফল্যের ধারা ধরে রেখে পর পর তিন বার রাজকুমার কি চওড়া হাসি হাসবেন? আপাতত এই নিয়ে চর্চা চলছে। দীনেশ বিজনের ‘স্ত্রী ২’-তে রাজকুমার ছাড়াও থাকছেন শ্রদ্ধা কপূর, পঙ্কজ ত্রিপাঠী। সিক্যুয়েলে যোগ দিচ্ছেন বরুণ ধওয়ান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ