জমজমাট ডেস্ক
বর্তমানে সবচেয়ে আলোচিত খবর অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। আর হবেই না বা কেন, ধনীদের তালিকায় বিশ্বে একাদশ আর এশিয়ার মধ্যে এক নম্বরে রয়েছেন মুকেশ আম্বানি। আর মুকেশ আম্বানির কনিষ্ঠ ছেলের বিয়ে বলে কথা । ফোর্বসের তালিকা বলছে আম্বানির সম্পত্তির পরিমাণ ১২৩.৭ বিলিয়ন ডলার।
বিলিয়নিয়র মুকেশ আম্বানি ঘরণী ছেলের রিসেপশনে যা করলেন তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের উৎসব থেকে কিছুটা সময় বের করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এদিন শুভেচ্ছা বিনিময় করেন নীতা আম্বানি। গোলাপি শাড়িতে ঝলমল করলেন আম্বানি পত্নি। পরিবারের মতো বিয়ের প্রতিটা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য মিডিয়াকর্মীদের ধন্যবাদ জানান নীতা। এরপর হাত জোড় করে বলেন, ‘বিয়ে বাড়ি তো, কিছু ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন’। শুধু তাই নয়, ছেলে অনন্তের বিয়ের পরবর্তী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সপরিবারকে আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
নীতা বলেন, ‘আপনারা ধৈর্য ধরে বোঝার জন্য ধন্যবাদ। যদি কিছু হয়ে থাকে তবে দয়া করে আমাদের ক্ষমা করবেন কারণ এটি একটি বিয়ে বাড়ি। আশা করি আপনারা সবাই ভালো আছেন…’।
তিনি আরও বলেন, ‘আপনারা সবাই নিশ্চয়ই কালকের জন্য আমন্ত্রণ পেয়েছেন, আগামীকাল আপনারা আমাদের অতিথি, পরিবারকে সঙ্গে নিয়ে আসবেন’।
নিমিষেই সোশ্যাল মিডিয়ায় নীতা আম্বানির এই ভিডিও ভাইরাল হয় । নেটিজেনরা মুগ্ধ নীতা আম্বানির এমন নম্র ব্যবহারে। একজন লেখেন, ‘ব্যাঙ্কে টাকা থাকলেই হয় না, এমন ব্যবহারও থাকতে হয়। তবেই তুমি ধনী’।
অনন্ত আম্বানি, মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র এবং রাধিকা মার্চেন্ট, বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টের মেয়ে। বিয়ের পর রবিবার, ১৪ জুলাই জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছে আম্বানি পরিবার।
উল্লেখ্য, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট গত ১২ জুলাই মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল সেলিব্রেটি, রাজনীতিবিদ এবং বিজনেস টাইকুনরা। বিয়েতে হাজির না হলেও শনিবার আর্শীবাদ অনুষ্ঠানে হাজির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নবদম্পতিকে আর্শীবাদ দেন।
Leave a Reply