সম্প্রতি ঢাকার পূর্বাঞ্চল ৩০০ ফিটের বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও ‘গোলা ভরা দুঃখ’। নজরুল কবিরের কথায় গানের সুর ও কন্ঠ দিয়েছেন পরাণ সুফি আহসান। সংগীত পরিচালনা করেছেন রোজেন রহমান। রমজান হোসেন এর কোরিওগ্রাফিতে ফাহাদ হাসান শানের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সাহস রিজ ও মৌমিতা মেহেক।
নজরুল কবির বলেন, ‘গানটির কথাগুলো চমৎকার। এক যুগ আগে খুবই একাকিত্ব বোধ থেকে গানটি লিখেছিলাম। মিউজিক ভিডিওতে সুন্দর একটি গল্প আছে। গানের কথার সঙ্গে সমন্বয় করে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’
সাহস রিজ বলেন, ‘গানটি বেশ ভালো লাগছে। সবাই আন্তরিক ভাবে কাজটি করেছি। আশা করি সবার ভালো লাগবে। খুব শীঘ্রই এনকে টিভির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে।’
Leave a Reply