শুরুটা বেশি দিনের নয়। অল্প দিনেই সবার নজরে আসতে সক্ষম হয়েছেন। প্রথম কাজ ২০১৫ সালে। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন। এরপর বেশ অল্প সময়েই নির্মাতাদের চোখে পড়েন তিনি। বলছি এ প্রজন্মের মডেল-অভিনয়শিল্পী আরফিন জুনায়েদ এর কথা। ২০১৬ সালে তপু খানের ‘ইটস মাই লাইফ’ নামের একটি নাটকে অভিনয় করেন। পরের গল্প সবারই জানা। প্রথম নাটকের নির্মাতার হাত ধরেই টিভি পর্দায় আসেন আরফিন জুনায়েদ। এরপর নানা সময় ১০ টির মতো নাটকে অভিনয় করেন তিনি। নাটকের পাশাপাশি মডেলিংয়েও বেশ সরব তিনি। কাজ করছেন বেশ কিছু ফ্যাশন ফটোশুটে।
আরফিন জুনায়েদ বলেন, ইউটিউব দিয়ে আমার মিডিয়াতে কাজ শুরু হলেও আমার টার্গেট বড়পর্দা। আর সেই লক্ষেই নিজেকে তৈরি করছি। বেশ কিছু নাটক আর ফ্যাশন ফটোশুট নিয়ে ব্যস্ত সময় কাটছে। বর্তমানে বড়পর্দায় নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়াটা বেশ কঠিন তবে হাল ছাড়তে রাজি না। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো বাকিটা উপরওয়ালার উপর নির্ভর করছে।
Leave a Reply