সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘মিশন বাসর ঘর’। আজ বুধবার রাত ৮টায় চ্যানেল নাইনে নাটকটি প্রচারিত হবে। নয়ন বিশ্বাসের রচনায় ফ্যাক্টর থ্রি সল্যুশনস এর ব্যানারে ইভ্যালি নিবেদিত নাটকটি পরিচালনায় করেছেন অপি আশরাফ। এতে অভিনয় করেছেন অনামিকা জুথি, সিয়াম নাসির, আলাউদ্দিন লাল প্রমুখ। প্রযোজনা করেছেন সাহেদ হোসেন। টেলিভিশনে প্রচারের পর সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে রাত ৯ টায় নাটকটি অবমুক্ত হবে।
এ প্রসঙ্গে অনামিকা জুথি বলেন, ‘বাসর রাতে নতুন বউ তার স্বামীকে বলে আগে তো কখনো প্রেম করোনি, অভিজ্ঞতাও নেই। এক কাজ করো, আগে প্রেম করো, তারপর আমার সাথে বাসর করবে। হাস্যরসে ভরপুর কমেডি এই নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
Leave a Reply