ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্র দিয়ে রুপালি পর্দায় নাম লেখান তিনি। এরপর ২০০৫ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন। তারপর আর তাঁকে পিছু ফিরে তাকাতে হয়নি। একে একে উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল চলচ্চিত্র। মাঝে কিছুটা পর্দা বিরতি। সব কিছু শেষে নিজেকে গুছিয়ে নিয়েছেন তিনি। চলতি বছর নতুন একটি চলচ্চিত্র মুক্তির কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে পিছিয়ে যায়। এদিকে আবারো শুটিং শুরু করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ নায়িকা।
অপু বর্তমানে ‘ছায়াবৃক্ষ’ শিরোনামে সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন। তানভীর আহমেদের চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এখানে প্রথমবারের মতো অপুর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব হোসেন। এই ছবিটি ২০১৯-২০২০ অর্থ বছরে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পেয়েছে। চলতি বছরের শুরুর দিকে বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন অপু। যেখানে তাঁকে দেখা গেছে, চা-বাগানে কাঁধে ঝুড়ি নিয়ে চায়ের পাতা তুলছেন অপু। ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। সে সময় অনেকেই জানতে চেয়েছিলেন, নতুন কোন ছবিতে চা-বাগানের কর্মীর চরিত্রে অভিনয় করছেন অপু? এবার সেটা সত্যি হল। চা বাগানের শ্রমিক তুলি চরিত্রে অভিনয় করছেন অপু।
‘ছায়াবৃক্ষ’ ছবির জন্য ১৫ কোজি ওজন কমিয়েছেন তিনি। শনিবার সিনেমার বেশ কয়েকটি স্থির চিত্র প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেখানে চা শ্রমিকের চরিত্রে দেখা দেন অপু। চোঁখে মুখে দারিদ্রতার ছাপ। অপু নিজেকে তুলি চরিত্রে মানানসই করে তৈরি করেছেন। সিনেমাটিতে আরো অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু) প্রমুখ। প্রসঙ্গত, এই সিনেমার মধ্য দিয়ে প্রায় এক বছর পর নতুন সিনেমার শুটিংয়ে যোগ দেন অপু। শেষবার তাকে দেখা গেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমার শুটিংয়ে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
Leave a Reply