নদীর পারের মানুষদের জীবন ও জীবিকাকে ঘিরে নির্মিত হয়েছে ‘পদ্মপুরাণ’ শিরোনামের একটি ছবি। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। এরই মধ্যে সিনেমাটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ।
পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘সিনেমাটির শুটিং আগেই শেষ হয়েছে। করোনার কারণে মুক্তি দিতে পারিনি। আগামী ফেব্রুয়ারিতে এটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি। সে অনুযায়ী মুক্তির প্রস্তুতি নিচ্ছি।’ পূণ্য ফিল্মস প্রযোজিত এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন রায়হান শশী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চম্পা, শম্পা রেজা, প্রসূন আজাদ, সাদিয়া মাহি, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, ইলোরা গহর, মারিয়া প্রমুখ।
Leave a Reply