বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সৌন্দর্য আর অভিনয় দিয়ে নজর কেড়েছেন সবার। প্রিয়াঙ্কার সাফল্যের দ্যুতি ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের ‘পজিটিভ চেঞ্জ’ কর্মসূচির জন্য অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন তিনি। টুইটারে অভিনেত্রী নিজেই সেই খবর জানিয়েছেন। আগামী বছরে তিনি লন্ডনে যাবেন এবং নতুন দায়িত্ব পালন করবেন।
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু প্রিয়ঙ্কার। তাই ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং তার বদলে যাওয়া রূপ-রং সম্পর্কে প্রত্যক্ষ ধারণা রয়েছে তাঁর। গত বছর মেট গালার মঞ্চে ‘লেডি ক্যাম্প’-এর বেশে দুনিয়ার তাবড় ফ্যাশনিস্তাকে চমকে দিয়েছিলেন দেশি গার্ল। তাঁর আগামী কর্মসূচি নিয়ে এখনই বিশেষ কিছু বলেননি অভিনেত্রী। তবে খবর, ফ্যাশন অ্যাওয়ার্ডস ২০২০-র আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করবেন প্রিয়ঙ্কা। এ বছর পুরোপুরি ভার্চুয়াল প্ল্যাটফর্মে হবে অনুষ্ঠানটি। প্রিয়াংকা চোপড়া হচ্ছেন বলিউডের সবচেয়ে দামী তারকাদের একজন। ২০০০ সালে তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার শিরোপা জেতেন। এ পর্যন্ত তিনি ৫০টির বেশি ছবি করেছেন।
Leave a Reply