সারাবিশ্বে সমাদৃত অন্যতম সেরা ফ্যাশন ও ক্রীড়া ব্র্যান্ড ইউএস পলো অ্যাসোসিয়েশন এখন বাংলাদেশে। এই ব্র্যান্ডটি বাংলাদেশে নিয়ে এসেছে কর্ণফুলী গ্রুপ। ১৩ নভেম্বর ইউএস পলো অ্যাসোসিয়েশন (U.S. polo Assn.) এর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করা হয়েছে। বনানী ১১ নম্বর রোডের ৪৯ নম্বর হাউসে চালু হওয়া স্টোরটিতে পুরুষ, মহিলা এবং শিশুদের পোশাকের পাশাপাশি আনুষাঙ্গিক আইটেম পাওয়া যাচ্ছে। এতোদিন ইউএস পলোর প্রোডাক্ট এর জন্য আমেরিকা কিংবা বিদেশি সুপারস্টোরগুলোর উপর নির্ভরশীল ছিলেন বাংলাদেশের ভোক্তারা। কিন্তু এবার দেশেই ইউএস পোলো অ্যাসোসিয়েশন অফিশিয়াল স্টোর থেকে অথেনটিক ব্র্যান্ডের অফারগুলি কিনতে সক্ষম হবেন।
উল্লেখ্য, ইউএস পলো অ্যাসোসিয়েশন মার্কিন যুক্তরাষ্ট্রের পোলো অ্যাসোসিয়েশন (USPA) এর অফিশিয়াল ব্র্যান্ড। অন্যদিকে দেশের অন্যতম শীর্ষ শিল্প উদ্যোক্তা গ্রুপ কর্ণফুলী ১৯৫৪ সালে মরহুম হেদায়েত হোসেন চৌধুরীর হাতে প্রতিষ্ঠিত হওয়ার পর তিন প্রজন্ম ধরে শ্রেষ্ঠত্ব এবং যোগ্যতার সন্ধানে বিবর্তিত হয়েছে। বিশ্বখ্যাত স্পোর্টস জুতার ফ্ল্যাগশিপের পর এবার ইউএস পোলো অ্যাসন এর স্টোর ঢাকায় চালু করলো কর্ণফুলী।
Leave a Reply