জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। সম্প্রতি এক মাসের বিশ্রামের পর শুটিংয়ে ফিরেন তিনি। তবে তিন দিনের শুটিং করে ফের বিশ্রামে চলে যান এ অভিনেতা। চিকিৎসক আগামী ডিসেম্বর পর্যন্ত বিশ্রামে থাকতে বলেছেন। সেই সাথে জানিয়েছেন শারীরিকভাবে চাপ নেওয়া যাবে না। মাঝে কিছুটা সুস্থ অনুভব করলে শুটিংয়ে ফিরেন তিনি। এখন থেকে গ্যাপ দিয়ে কাজ করবেন। অসুস্থতার কারণে ‘গাঙচিল’ ছবির শুটিং সহ একাধিক শুটিং বাতিল করতে হয়েছে তাঁকে। নির্মাতারও তাঁকে এ ব্যাপারে সহযোগিতা করেছেন।
মিলন বলেন, তিনটি ছবির গল্প প্রস্তুত করে রেখেছি। প্রযোজক না পাওয়ার কারণে সেগুলো নিয়ে ওয়েব ফিল্ম বানানোর দিকে অগ্রসর হচ্ছি। তবে নাটক নির্মাণ নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমার। ভালোবাসা দিবসের নাটক নির্মাণ করছি। এটির নাম ‘অবসেশন’। ডিসেম্বরের ১৭ তারিখ থেকে এটির শুটিং শুরু করব। অভিনয়ের চেয়ে পরিচালনার কাজটি আমার কাছে কিছুটা সহজ মনে হয়। তাই পরিকল্পনা করেছি প্রতি মাসেই একটি করে নাটক নির্মাণ করব।
Leave a Reply