চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম এবং চিত্রনায়ক সিয়াম আহমেদ সম্প্রতি ‘দামাল’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। রায়হান রাফি পরিচালিত স্বাধীন বাংলা ফুটবল দলের ইতিহাসের উপর ভিত্তি করে ছবিটি নির্মাণ করা হবে। ছবির গল্প লিখেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। চিত্রনাট্য লিখেছেন ফরিদুর রেজা সাগর। মীম-সিয়ামের প্রথম চলচ্চিত্র একই নির্মাতার ‘ইত্তেফাক’। প্রথম ছবির কাজ শেষ না হতেই দ্বিতীয় চলচ্চিত্রে জুটি হলেন তাঁরা।
মীমের ক্যারিয়ারের প্রথম ছবির প্রযোজক ছিল ইমপ্রেস টেলিফিল্ম। তাদের ছবিতে কাজ প্রসঙ্গে মীম জানান, স্বাধীন বাংলা ফুটবল দলের মতো গৌরবময় অধ্যায় নিয়ে সিনেমার সঙ্গে যুক্ত হওয়ায় আমি গর্বিত। সিয়াম বলেন, এমন দারুণ একটি গল্পে কাজের সুযোগ পেয়ে সত্যিই ভালো লাগা কাজ করছে। এ ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন সামিয়া অথৈ, পূজা ক্রুজ, শাহনাজ সুমি, বৃষ্টি, শরীফুল রাজ, সৈয়দ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, সাকিব প্রমুখ।
Leave a Reply