মুসফিক আর ফারহান। রেডিও জকি থেকে নাম লিখিয়েছেন টিভি নাটকে। একের পর এক জনপ্রিয় নাটক উপহার দিয়ে হয়ে উঠেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ। অন্যদিকে ছোটপর্দার আলোচিত মুখ পিয়া বিপাশা। দীর্ঘ দিন কাজে ছিলেন অনিয়মিত। বিরতি ভেঙে ফিরলেন তিনি। সম্প্রতি ফারহান ও পিয়া বিপাশা জুটি হয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন। শিরোনাম ‘টগর’। নির্মাণ করেছেন তরুণ নির্মাাতা আব্দুল্লাহ আল ফাহিম। এটি তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
নির্মাতা জানান, দুজনই বেশ দক্ষ, তাদের সাথে কাজ করতে পেরে খুবই ভালো লেগেছে। যেভাবে চেয়েছি ঠিক সেই ভাবেই তাদের কাছ থেকে পেয়েছি। বিশেষ করে মুশফিক ফারহান ভাই প্রচন্ড খেটেছে আর অসম্ভব ভাল অভিনয় করেছেন। অনেক দিন ধরেই ভাবছিলাম অ্যাকশন নির্ভর কিছু করব; ঠিক সেই ভাবনা থেকেই কাজটি করি। সরকার মিডিয়ার ইউটিউব চ্যানেলে আগামী ৩ই ডিসেম্বর মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। আশা রাখছি, দর্শক সম্পূর্ণ নতুন কিছু দেখবে সেই সাথে আশাহত হবে না। চেষ্টা করেছি একটি ভিন্ন মাত্রার কাজ উপহার দেবার এখন দর্শক গ্রহন করলেই সার্থক।
Leave a Reply