ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ, অভিনেতা শাহেদ শরীফ খান ও চিত্রনায়ক রাশেদ প্রহর প্রথমবার ‘অফ যা’ শিরোনামের একটি একক নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন টি আই শাহীন। প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম। এতে আরও অভিনয় করেছেন হান্নান শেলী, মেহেদী হাসান মাহী, তাওসিফ সাদমান তুর্য, নাসরীন সুলতানা, এম ডি সিকদার, রুবেল মুন্সী প্রমূখ।
নাটকে অভিনয় প্রসঙ্গে রাশেদ বলেন, ‘আমি শুধু চলচ্চিত্রের নায়ক নয় নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে গড়তে চাই। যদিও নাটকে আমার উপস্থিতি কম তবে এখন থেকে নিয়মিত নাটকে কাজ করার ইচ্ছে রয়েছে। নাটকটি চলতি মাসে নাগরিক টিভিতে প্রচার হবে। আশা করছি দর্শক পছন্দ করবে। এটি ছাড়াও চলতি মাসে ‘চেতনায় একাত্তর’ নামের একটি টেলিফিল্ম প্রচারিত হবার কথা রয়েছে। এখন থেকে দুই মাধ্যমেই কাজ করবো।’ রাশেদ প্রহর অভিনীত বেশ কয়েকটি ছবি এরইমধ্যে মুক্তি পেয়েছে। নতুন বছরের শুরুতে মুক্তি পাবে আর, কে প্রোডাকশন এর চলচ্চিত্র ‘নিশ্চুপ ভালোবাসা’। এতে রাশেদ এর বিপরীতে অভিনয় করেন সারা জেরিন। এই ছবিটি নিজের জন্য একটি বড় টার্নিং পয়েন্ট মনে করছেন এ নায়ক।
Leave a Reply