জনপ্রিয় অভিনয়শিল্পী আফজাল শরীফ, রেবেকা রউফ, জয় চৌধুরী, ফারনাজ চৌধুরী ইভা ও প্রীতি জান্নাত প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনচিত্রে এক সঙ্গে কাজ করেছেন। এম এস মদিনা মেটাল কোম্পানির বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করেন ফারনাজ চৌধুরী ইভা। সম্প্রতি সাভারে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ হয়েছে।
এ প্রসঙ্গে আফজাল শরীফ বলেন, ‘মাহবুব খানের এম এস মদিনা মেটাল দীর্ঘ দিন ধরে বাজারে সুনামের সাথে আছে। প্রথমবার এই কোম্পানির মডেল হয়েছি। কমেডির মাধ্যমে বিজ্ঞাপনে কোম্পানির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এটির মাধ্যমে দীর্ঘ দিন পর বিজ্ঞাপনচিত্রে কাজ করলাম। আশা রাখছি ভালো একটি বিজ্ঞাপন পেতে যাচ্ছে দর্শক।’
পরিচালক ফারনাজ চৌধুরী ইভা জানান, ‘চলতি মাসের ১০ তারিখ থেকে বিজ্ঞাপন চিত্রটি বেসরকারি সব টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে। আশা করছি দর্শক আমার প্রথম নির্মাণ পছন্দ করবে।’
Leave a Reply