পোশাক ডিজাইনার মনির। মিডিয়ায় তার শুরুটা ১৯৯৩ সালে আব্দুল জলিলের সহকারী পোশাক ডিজাইনার হিসেবে। প্রথম কাজ ‘তুমি আমার’, ‘কেয়ামত থেকে কেয়ামত’। তারপর বেশ কিছু ছবিতে পোশাক ডিজাইনার হিসেবে কাজ করেন। মোস্তাফিজুর রহমান মানিক এর ‘এতো প্রেম এতো মায়া’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘চুপিচুপি প্রেম’, ‘জান্নাত, ‘একটি সিনেমার গল্প’, ‘মাতাল’ সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি। নির্মাণাধীন ‘আশীর্বাদ’, ‘টুঙ্গিপাড়ার খোকাবাবু’, ‘ছায়াবৃক্ষ’, ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমাগুলো। মনির এ পর্যন্ত কাজ করেছেন ৬০টির অধিক চলচ্চিত্রে।
মনির বলেন, ‘বোন জামাইয়ের মাধ্যমে শখের বসে মিডিয়ায় আসি। শুটিং দেখতে গিয়ে দেখা পাই নাঈম ভাই ও শাবনাজ আপার। শাবনাজ আপা প্রথম দেখায় আমাকে অনেক আদর করেন। তার ভালোবাসায় মুগ্ধ হয়ে ঠিক করি মিডিয়ায় কাজ করবো। সেই ভালো লাগা থেকে শুরু এখনও কাজ করছি। এরইমধ্যে বেশ কিছু ভালো ছবিতে কাজের সুযোগ হয়েছে। তার মধ্যে রয়েছে ‘তুমি আমার’, ‘আশা ভালোবাসা’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘চুপিচুপি প্রেম’, ‘জান্নাত’ দর্শকপ্রিয়তা পেয়েছে। বর্তমানে এফডিসিতে ১০টি ছবি নির্মাণ হলে তার মধ্যে ৮টি ছবিতে কাজের সুযোগ পাই। ভবিষ্যতে এই পেশায়ই থাকতে চাই। সামনে নিজেকে আরও ভালো কিছু কাজে যুক্ত করতে চাই।’
Leave a Reply