শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
Uncategorized

অভিনয়ে ব্যস্ত হলেন রেহেনা জলি

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার মাসুম রেজার কাহিনি ও সংলাপে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘ইস্টিশন’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আবু হুরায়রা তানভীর। তার সাথে ছিলেন আফ্রি সেলিনা। এ ছবির শুটিং দিয়ে নতুন বছরে প্রথম চলচ্চিত্রে কাজ করলেন ঢাকাই চলচ্চিত্রে মা চরিত্রের অন্যতম অভিনেত্রী রেহানা জলি। ছবিটি পরিচালনা করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমদ। চলচ্চিত্রে মায়ের চরিত্র এলেই প্রথমে জলির নামটিই আসে। এ ছবিতেও দর্শক তাকে মায়ের ভূমিকায় দেখতে পাবে। গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ সিনেমার শুটিং দিয়ে দীর্ঘ বিরতি শেষে সিনেমার কাজে ফিরেন জলি। এ ছবি দুটি দিয়ে ফের অভিনয়ে ব্যস্ত হলেন তিনি।

অভিনয়ে ফিরে রেহেনা জলি বলেন, শুটিং না করতে পারলে নিজের কাছে অনেক খারাপ লাগে। অনেক দিন পর কাজে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। আগের চেয়ে সিনেমা নির্মাণ কমে গেছে। সিনেমার কাজের পাশাপাশি নাটকেও কাজ করতে আগ্রহী আছি। এ সময় যদি ছোটপর্দার কেউ এগিয়ে আসে তাহলে অনেক উপকৃত হতাম। অভিনয় করতে পারলে শরীল মন দুটিই ভালো লাগে। মাধ্যম যেটা হোক অভিনয়ের সুযোগ থাকলেই হয়। এরইমধ্যে দুটি ছবিরই কাজ শেষ করেছি। নতুন ছবির ব্যাপারে কথা চলছে আশা করছি শীঘ্রই নতুন ছবির খবর দিতে পারবো।

আবহমান বাংলার লোকগাথা পল্লীর অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমিতে বেড়ে উঠা এক জোড়া তরুণ-তরুণীর প্রেমের আত্মকাহিনী ও তাদের জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা ও দুর্ঘটনার বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে রোমান্টিক খ্রিলার সিনেমা ‘ইস্টিশন’। জানা গেছে, একটানা শুটিং করে এরইমধ্যে ছবির দৃশ্য ধারণ শেষ হয়েছে। বর্তমানে ছবিটি সম্পাদনা চলছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পাবে। ছবিতে আরও অভিনয় করেছেন অনন্ত হিরা, সাহারিন ইসলাম, মুন্না,সুব্রত, রেবেকা রউফ, জ্যাকি আলমগীর, প্রিন্সেস বিউটি, সামিয়া রাজ ও এস.আই. ফারুক। ছবিতে তিনটি গান রয়েছে যার একটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ