জমজমাট প্রতিবেদক: চলতি সময়ের কন্ঠশিল্পী নার্গিস আসছেন নুতন একটি মিউজিক ভিডিও নিয়ে। ঈদ উপলক্ষে খুব শিগগির প্রকাশিত হবে তার ‘তোর একলা পথে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। এন আই বুলবুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন লেলিন। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শিল্পী নিজেই। এটি নির্মাণ করেছেন সাইফুল রাজু। এটি প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা।
নার্গিস বলেন, ‘রোমান্টিক মেলোডি ধাঁচের এই গানটি সবার মন ছুয়ে যাবে। অনেক দিন পর এমন গান করেছি। কথা ও সুরেও দারুণ নতুনত্ব আছে। ঈদে এটি শ্রোতাদের জন্য আমার বিশেষ উপহার ‘
প্রসঙ্গত, এর আগে নার্গিস এন আই বুলবুলের কথায় ‘মালেকাবানু’ শিরোনামের একটি গান প্রকাশ করেন। সেটিও শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে বলে জানান তিনি।
Leave a Reply