রোজেন, জয় ও লিটন তিন বন্ধু। রোজেন বিদেশে থাকে, মাঝে মধ্যে বাংলাদেশে আসে। একবার দেশে এসে বন্ধুদের নিয়ে সিলেটে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। সঙ্গে একজন মেয়ে বন্ধুকেও নিতে বলে অন্যদের। কোনো মেয়ের খোঁজ না পেয়ে একটি এজেন্সি থেকে এক মেয়েকে ভাড়া করে নেয় তারা। ভ্রমণের রাস্তায় ঘটতে থাকে নানা ঘটনা। তারপরও নিরাপদে সিলেটে পৌঁছায় তারা। ভাড়া করা মেয়েটির নাম মিমি। ভ্রমণে গিয়ে মেয়েটির সঙ্গে মেশার সুযোগ নিতে চাইলেও রোজেকে বন্ধু হিসাবে গ্রহণ করে মিমি।
জীবনের প্রথম কোনো মানুষের কাছ থেকে পণ্য না হয়ে ভালোবাসা এবং সম্মান পায় মেয়েটি। এ ভালোবাসা তাকে সুন্দর জীবন গড়তে উদ্বুদ্ধ করে। আর এভাবেই একটা সঠিক সিদ্ধান্ত মানুষের জীবন বদলে দেয়। এরকম বদলে দেওয়া গল্পটি ‘চান্স’ নামের একটি নাটকের। ইয়াসির আরাফাতের রচনা ও পরিচালনায় নাটকে রোজেন চরিত্রে তৌসিফকে ও মিমি চরিত্রে সারিকাকে দেখা যাবে। নাটকটিতেো অভিনয় করেছেন- অনিক, অর্ণব অন্তু ,শ্রাবন্তী সেলিনা, আবু বকর আল আমিন, সিমরান সহ আরো অনেকে।
সরকার মিডিয়ার প্রযোজনায় নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানাগেছে নির্মাতা সূত্রে। অন্যদিকে ঈদের নাটকের শুটিং নিয়েও বেশ ব্যস্ত আছেন এ দুই অভিনয়শিল্পী।
Leave a Reply