রঞ্জু সরকার
‘মধ্যবিত্ত’ সিনেমার শুটিং হয়েছে। ঢাকা জেলার বিভিন্ন স্থানে চলছে এর চিত্রধারণ। এই সিনেমায় অভিনয় করেছেন সদ্য প্রয়াত মাসুম আজিজ, এলিনা শাম্মি, শিশির সরদার, বড়দা মিঠু, সমু চৌধুরী, হান্নান শেলী, আমির সিরাজী, রেবেকা রউফ, মুকুল জামিল,রিয়াজুল রিজু, সোহেল রানা, স্বাধীন, নবাগতা রুশা, শবনম পারভীন, ফজলুর রহমান বাবু, মুনিরা মিঠু, এবং বিষেশ একটি চরিত্রে ওমর মালিক।
‘মধ্যবিত্ত’ সিনেমার পরিচালক তানভীর হাসান। তিনি বলেন, ‘মধ্যবিত্ত’ সিনেমার শুটিং শুরু করেছি। সিনেমাটি মৌলিক একটি গল্প নিয়ে তৈরি করা হচ্ছে, যা দেখে দর্শক বিনোদনের পাশাপাশি চমৎকার একটি বার্তাও পাবে। ছবিতে দেশপ্রেম এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তিনি।
তিনি আরো বলেন, এই গল্পে প্রতিটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। অভিনয় শিল্পীরা সবাই যার যার চরিত্রে অভিনয় করে তৃপ্ত।
সিনেমাটিতে চিত্রগ্রহণ করেছে জাহাঙ্গীর রাজ ও নৃত্য পরিচালক হিসাবে মাইকেল বাবু।
Leave a Reply