রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

এফডিসিতে নৃত্যগুরু এস আলম ও আমির হোসেন বাবুকে স্মরণ

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

জমজমাট প্রতিবেদক

বরেণ্য নৃত্য পরিচালক এস আলম ও আমির হোসেন বাবু স্মরণে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশানে (বিএফডিসি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে এফডিসির মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে প্রয়াত এই দুই গুণীর জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়। এছাড়া নৃত্য পরিচালক ও অভিনেতা ইলিয়াস জাবেদ এবং মাসুম বাবুলের রোগমুক্তির জন্য দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি।

এ সময় প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর ছোট বোন নৃত্য পরিচালক শেলী উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে আজিজ রেজা, ইমদাদুল হক খোকন, সাইফুল ইসলাম, ইউসূফ খান, কালু, একে আজাদ, নূহু রাজ, হাবিব, বেলাল, রোহান, প্রিন্স, রমজানসহ অর্ধশতাধিক নৃত্য পরিচালক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শতাধিক সিনেমার নৃত্য পরিচালক এস আলম স্বাধীনতাপূর্ব থেকে শতাধিক সিনেমায় নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি ২০২০ সালে না ফেরার দেশে চলে যান। অন্যদিকে বীরমুক্তিযোদ্ধা নৃত্যপরিচালক ও অভিনেতা আমির হোসেন দেড় শতাধিক সিনেমায় নৃত্য পরিচালনা করেন। তার অভিনীত সিনেমার মধ্যে খান আতা পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ অন্যতম। ২০০৩ সালে গুণী এই নৃত্য পরিচালক প্রয়াত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ