জমজমাট প্রতিবেদক
প্রবাসে বসেও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন এন আই সোহাগ।
সূদুর আমেরিকায় বসে তৈরি করছেন বাংলা গান। ইতিমধ্যে তার বেশ কয়েটি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তাই গানের প্রতি তার দায় বেড়েছে বহুগুণ।
এরই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে নির্মান করলেন এন আই সোহাগের নতুন মিউজিক ভিডিও ‘মায়া মায়া দু চোখ’।এন আই সোহাগের কথায় গানটি সুর করেছেন পলক হাসান সুমন । সঙ্গীত আয়োজন করেছেন কলকাতার পার্থ ব্যানার্জী।
মিউজিক ভিডিওটিতে মডেল হিসাবে অভিনয় করেছেন ইমরান এইচ ও এ সময়ের নবাগতা চিত্রনায়িকা স্নিগ্ধা। এটি খুবই চমৎকার রোমান্টিক একটি গান। গানটি নিয়ে খুবই আশাবাদী এন আই সোহাগ। তিনি বলেন, বাংলা গানকে ভালোবাসি মনে প্রাণে। বাংলা গানকে পৌছে দিতে চাই পৃথিবীর সব জায়গায়। শখ থেকেই গান করি। অনেক দিন বিরতির পরে পবিত্র ঈদুল ফিতরে এন আই মিউজিক ইউটিউব চ্যানেলে ‘মায়া মায়া দু চোখে’ মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে।
কন্ঠশিল্পী এন আই সোহাগ জানান, ‘তোমাকে পাবো বলে’, ‘ভালোবাসি তোকে আমি’ ,’পিয়া তেরে বীন’,’তুমিহীন’, ‘এ মন মানে না’ এবং পাশে থেকো চিরদিন’ এসকল গানগুলোর মিউজিক ভিডিও গুলো ক্রমে ক্রমে এন আই মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে । এর মধ্যে কিছু গানের সহশিল্পী হিসেবে কাজ করেছেন বাংলাদেশের ক্লোজাপ ওয়ান এর নিশ্চুপ বৃষ্টি ও সরলিপি ,কলকাতার সারে গা মা পার অনিন্দিতা এবং মন্দিরা কর্মকার। এর মধ্যে কিছু গান আমেরিকাতে মিউজিক ভিডিও শুটিং সম্পন্ন হয়েছে। আমেরিকায় ব্যস্ততম সময় পার করার পাশাপাশি গান চালিয়ে যাচ্ছেন তিনি। এছড়াও ভালো গান সকল দর্শকের কাছে পৌছে দেওয়াটাই তার লক্ষ্য।
Leave a Reply