জমজমাট প্রতিবেদক
বাংলা চলচ্চিত্রের চিত্রনায়িকা পূজা চেরির মা আর নেই। আজ সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা গেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান প্রযোজক আব্দুল আজিজ।
আব্দুল আজিজ জানান, রোববার (২৪ মার্চ) সকাল ১১টায় নিজ বাসায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন পূজার মা। এছাড়াও কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
পূজার সারাক্ষণের সঙ্গী ছিলেন মা ঝর্ণা রায়। সেই মাকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। জানা গেছে, তার মায়ের মরদেহ খুলনার উদ্দেশ্য রওনা দিয়েছে। সেখানেই তার দেহ সৎকার করা হবে। মায়ের জন্য দোয়া চেয়েছেন পূজা।
ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা পূজা চেরি। শিশু শিল্পী থেকে নায়িকা হয়েছেন। সাবলীল অভিনয়ে জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। বর্তমানে তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
Leave a Reply