জমজমাট প্রতিবেদক
শোবিজের শুরুটা মডেলিংয়ের মাধ্যমে। এরপর নাম লেখান নাটক-সিনেমায়। বলছি এঞ্জেলিনা জাস মান্নাতের কথা। এই মডেলকে দেখা গেছে গান-চিত্রেও। ছোট ও বড় পর্দায় নিয়মিত কাজ করছেন মান্নাত।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন। মান্নাতের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক রাশেদ প্রহর। ‘বিনোদিনী গো’ শিরোনামের এই মিউজিক্যাল ফিল্ম পরিচালনা করেছেন শিকদার শাফিন।
মান্নাত বলেন, নাটকে নিয়মিত কাজ করছি। ‘বিনোদিনী গো’ মিউজিক্যাল ফিল্মটি ভিন্ন ধরনের। গানের পাশাপাশি এর গল্পটিও দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি, দর্শক শ্রোতাদের ভালো লাগবে।
এদিকে, মান্নাতের হাতে কয়েকটি নাটকের কাজ রয়েছে। তবে তার টার্গেট বড় পর্দা। এরই মধ্যে কয়েকটি সিনেমার কাজের কথা চলছে বলে জানান মান্নাত।
Leave a Reply