জমজমাট ডেস্ক
রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’,‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।
ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী সম্প্রতি নিজের পছন্দের মানুষটির সঙ্গে বাগদান সম্পর্ণ করেছেন। নিজের ফেসবুকে বিশেষ এই দিনের কয়েকটি ছবি পোস্ট করে বিষয়টি নিজেই জানিয়েছেন । তবে কবে বাগদান হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি। বাগদানের পরই হবু বর আজমান নাসিরকে নিয়ে শ্রীলঙ্কায় উড়াল দেন তিনি।
সেখান থেকে ফিরে ঘরোয়া আয়োজনে গত ২১ জুন বিয়ে করেন চমক-নাসির। বিয়ের খবর প্রকাশের পর শুভকামনা যেমন পেয়েছেন, তেমনি নেটিজেনদের নেতিবাচক মন্তব্যের শিকারও হয়েছেন চমক। তবে এসব নেতিবাচক মন্তব্য দেখে চুপ থাকেননি তিনিও। কড়া জবাবের মাধ্যমে রীতিমতো ধুয়ে দিয়েছেন নেটিজেনদের।
এক ভিডিও বার্তার মাধ্যমে দেওয়া চমকের সেসব কথার প্রশংসা করেছেন শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই বলেছেন, একদম উচিত জবাব হয়েছে।
স্বামীকে নিয়ে অবসর যাপনের জন্য শ্রীলঙ্কায় গিয়ে সেখান থেকে আনন্দময় নানা মুহূর্ত নিজের ফেসবুকে শেয়ার করেন। মূলত এরপরেই অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন ।
চমককে আক্রমণ করে একজন লিখেছেন, জামাইয়ের টাকায় জীবন উপভোগ। এই মন্তব্যের জবাবে অভিনেত্রী লেখেন, আমার টাকায় জামাইকে শ্রীলঙ্কা নিয়ে আসছি। মানুষের সম্পর্কে না জেনে কথা না বলাই ভালো।
আরেক নেটিজেনের উদ্দেশে চমক লেখেন, আমাদের নিয়ে সময় নষ্ট না করে নিজেদের ঈদ উপভোগ করুন। তারপরও থেমে নেই সমালোচনা। একের পর এক নেতিবাচক মন্তব্য করেই যাচ্ছেন তারা।
এদিকে শ্রীলঙ্কা থেকে এক ভিডিও বার্তায় চমক বলেন, ‘জীবন খুব অপ্রত্যাশিত। আগামীকাল কী হবে তা আমরা কেউ জানি না। আমি একজন রাজাকে বিয়ে করছি, রাস্তার ছেলেকে বিয়ে করছি, ক্রিমিনালকে বিয়ে করছি কিংবা অসম্ভব ভালো মানুষকে বিয়ে করছি—এটা মনে হয় অন্য কারো চিন্তার বিষয় হতে পারে না। অনেক বছর একসঙ্গে থাকার পরেও কিন্তু অনেক সময় জানা যায় না মানুষটা ভালো না খারাপ। অল্প সময়ের মধ্যে আমি কী করে মানুষটাকে বিচার করব? তবে এই মুহূর্তে এই মানুষটার সঙ্গে আমি সুখী। এটাও সত্যি, সামনের বছর এই মানুষটার সঙ্গে আমি ভালো থাকব কিনা, সে আমাকে এভাবে ভালোবাসবে কিনা বা আমিও বাসব কিনা, জানি না। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, মানুষ নিয়ে চিন্তা না করে আসুন এই মুহূর্তে ভালো থাকার চেষ্টা করি। সংসারটা তো আমি করব, তাই আমার সংসার আমাকেই করতে দিন। জীবন খুব ছোট, প্রতি মুহূর্তে ভালো থাকা গুরুত্বপূর্ণ।’
জানা গেছে, চমকের স্বামী নাসির পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। চলতি বছরের এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে চমকের সঙ্গে দেখা গেছে তার স্বামীকে।
Leave a Reply