শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

দুই যুগ পর চমক নিয়ে আসছে ‘গ্ল্যাডিয়েটর-২’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

জমজমাট ডেস্ক

হলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘গ্ল্যাডিয়েটর’। ২০০০ সালে মুক্তি পায় পরিচালক রিডলি স্কটের এই সিনেমাটি। বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করেছিল ৫০৩.২ মিলিয়নেরওবেশি মার্কিন ডলার। এখানেই থেমে থাকেনি জয়যাত্রা। সমালোচকরা প্রশংসায় ভাসিয়েছেন সিনেমার অভিনয়, পরিচালনা, সিনেমাটোগ্রাফি, প্রডাকশন ও মিউজিক্যাল স্কোরকে। সেরা চিত্রনাট্য ও সেরা অভিনেতার মতো পাঁচটি বিভাগে জিতেছে অস্কার।

প্রায় দুই যুগ পরে গ্ল্যাডিয়েটরের দ্বিতীয় কিস্তি আসছে। মঙ্গলবার (৯ জুলাই) মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। আগামী নভেম্বরে ছবিটির সিক্যুয়েল মুক্তি পাবে।

‘মারকাস অ্যাকাসিয়াস’ চরিত্রে পেদ্রো প্যাসক্যাল, পরিচালনায় এবারও থাকছেন রিডলি স্কট। প্রথম পর্বে ‘ম্যাক্সিমাস’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন রাসেল ক্রো। কিন্তু সিনেমার শেষে চরিত্রটির মৃত্যু হওয়ায় দ্বিতীয় পর্বে থাকছেন না এই তারকা।

ট্রেইলারে অল্প সময়ের জন্য টিম ম্যাকিনার্নি ও ডেরেক জ্যাকোবিওকেউ দেখা যায়। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করা হয়েছে যুদ্ধের পরিবেশ। অভিনেতাদের চলাফেরা থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি পর্যন্ত, যেন দর্শককে নিয়ে যায় রোমান যুগে। পরিচালক রিডলি স্কট যে মিউজিকের জন্য সময় নিয়ে কাজ করেছেন, তা ট্রেইলারের মধ্যেই স্পষ্ট হয়। আগের কিস্তির মতো এবারো সংগীতের দায়িত্ব দিয়েছিলেন হ্যান্স জিমারের কাঁধেই।

সিনেমায় মেসক্যালকে দেখা যাবে লুসিয়াস চরিত্রে। গল্পে লুসিয়াস চরিত্র পূর্ববর্তী যোদ্ধা লুসিয়াস ভেরাসের পুত্র। আগের কিস্তিতে লুসিয়াস ভেরাসকে দেখা গেছে ম্যাক্সিমাসের সঙ্গে। এ কিস্তিতে পুত্র লুসিয়াস শপথ নেন ক্যারাকালা ও গেটাকে পরাজিত করার। শপথের পথেই তাকে মুখোমুখি হতে হয় ম্যাক্রিনাসের সঙ্গে। মোকাবেলা করতে হয় পেদ্রো প্যাসকেলের রোমান জেনারেল মার্কাস আকাকিয়াসের সঙ্গেও। ট্রেইলারে অধিকাংশ চরিত্রকে হাজির দেখা যায় স্বতন্ত্র আবহে। এর মধ্যে অভিনেতা প্যাসকেল তার চরিত্রকে বর্ণনা করেছেন জেনারেল হিসেবে। জেনারেল একজন ঠাণ্ডা মাথার খুনি। ম্যাক্সিমাসের অধীনে প্রশিক্ষণ নিয়েছেন। রোমান সম্রাটের উত্তর আফ্রিকা অভিযানের সূত্র ধরে জটিল হয়ে উঠে সমীকরণ। এদিকে নিজের চরিত্রের জন্য মেসক্যাল এর মধ্যেই ‘ব্রিট ওয়াল পল’ তকমা পেয়েছেন। প্যাসকেল তার ব্যাপারে কথা বলতে গিয়ে বলেছেন, ‘তার বিরুদ্ধে আরেকবার লড়াই করার চেয়ে আমি বরং উঁচু ভবন থেকে লাফ দেয়াকেই অগ্রাধিকার দেব।’

‘গ্ল্যাডিয়েটর টু’-তে প্রধান চরিত্রে দেখা যাবে রানি ‘লুসিয়া’র ছেলে ‘লুসিয়াস’,এর ভূমিকায় আইরিশ অভিনেতা পল মেসকালকে। ‘মারকাস অ্যাকাসিয়াস’ চরিত্রে থাকছেন পেদ্রো প্যাসক্যাল। ডেনজেল ওয়াশিংটনের দেখা মিলবে ‘ম্যাক্রিনাস’ চরিত্রে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ