মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছাত্র-সমন্বয়কদের পরিকল্পিতভাবে হত্যা চেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ বিচ্ছেদের পর, বচ্চন পরিবার নতুন বাসস্থান গড়তে যাচ্ছে ! ট্রাম্পকে হারাতে এবার প্রচারে নেমেছে নীল ছবির তারকারা ছাত্র আন্দোলনের নামে দেশ-বিরোধী জঙ্গি-সন্ত্রাসী ষড়যন্ত্র  পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে আগ্রহী শাকিব শাফিনের প্রথম জানাজা সম্পন্ন যুক্তরাষ্ট্রে “আলফার” সেটে ১০০ নিরাপত্তারক্ষী প্রসেনজিৎ কেন থাপ্পড় মেরেছিলেন শর্মিলা ঠাকুরকে! ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে অভিষেকের প্রতিক্রিয়া ঘিরে চর্চা!

নিপুণ ২ বছরে কিছু করতে পারেনি: মালেক আফসারী

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

জমজমাট প্রতিবেদক

গতবার নিপুণকে সাপোর্ট করেছিলাম। তখন ভেবেছিলাম জায়েদ খানকে কোনঠাসা করতে পারলেই চলচ্চিত্রের বিরাট উন্নয়ন হবে। কিন্তু তা কিছুই হয়নি। হয়েছে বিদেশি সিনেমা আমদানি। ১০ লক্ষ টাকা ১৮ সমিতি ভাগ করে নিয়েছে। নিপুণ আপনি এই দীর্ঘ সময়ে কিছু করতে পারেননি। সবচেয়ে বড় কষ্টের আপনার কাছের মানুষই দূরে সরে গেছে।

সবাই এখন ডিপজল-মিশার প্যানেলে। ২ বছর আগে ডি এ তায়েব নিপুণকে সাপোর্ট করার জন্য অনুরোধ করেছিলেন। এখন বলে না কারণ, এই ২ বছরে নিপুণ কিছুই করতে পারেনি। নিপুণ নিজেকে নিজে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন। শিল্পী সমিতির নির্বাচনে নিপুণের পক্ষ ছেড়ে মিশা-ডিপজলের পক্ষ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথাগুলো বলেছেন ঢাকাই সিনেমার ‘মাস্টার মেকার’খ্যাত নির্মাতা মালেক আফসারী।

এসময় প্রশ্ন রেখে ‘উল্টা পাল্টা’ সিনেমার এই পরিচালক বলেন, গত ২ বছরে শিল্পী সমিতি কি করেছে? এটা নিয়ে বড় একটি প্রশ্ন। গতবারের শিল্পী সমিতির নির্বাচন জাতীয় নির্বাচনকেও হার মানিয়েছিল। নিপুণ আপনি ২ বছরে কি করলেন? আপনি তো আপনার সভাপতিকেই ধরে রাখতে পারলেন না। এখন আপনি সভাপতি পাচ্ছেন না। আর আপনার সভাপতি এসব কি বলে। এ কথাগুলো কি আপনার বিরুদ্ধে যাচ্ছে না। নিশ্চয়ই যাচ্ছে।

শিল্পী সমিতির ব্যর্থতার কথা উল্লেখ করে ‘ঠেকাও মাস্তান’র মালেক আফসারী বলেন, আপনারা গত দুই বছরে একটা সফল সাধারণ মিটিং করতে পারেননি। কাউকে এক করতে পারেননি। খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। ২ বছর এটিই চলছে। নিপুণ আপনি কথা দিয়েছিলেন ৬টি সিনেমা করবেন। নানা শাহ দুটি সিনেমা করতে চেয়েছিলেন কিন্তু তাকে কেউ সহযোগিতা করেননি। আমি নিজেও জানি আপনি ৬টি সিনেমার ঘোষণা দিয়েছিলেন। সেই সিনেমাগুলো হয়েছে?

যোগ করে তিনি আরো বলেন, আপনার এক বক্তব্য বলেছিলেন—একজন প্রযোজক এনে ‘সৃজন মাঝি’ নামের একটি সিনেমা বানিয়েছেন। সেটি তো লো বাজেটের সিনেমা ছিল। বর্তমান যুগে যুগে এ ধরণের সিনেমা চলে কিনা সেটা আপনার বোঝা উচিত। আর এ ধরণের সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কি উপকার হবে সেটি আপনিই ভালো জানেন। আরও দুঃখের কথা আপনি বলেছিলেন—মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনবেন, সেটিও পারেননি। সবচেয়ে বড় কষ্টের নায়িকা শাহনূর, সুচরিতা ম্যাডাম আপনার বিরুদ্ধে বলছেন। কেন এমন হয়েছে জানি না। তবে আপনি কিন্তু সফল হননি এটা কিন্তু বোঝা যায়।

এসময় ‘হীরা চুনি পান্না’ সিনেমার অভিনেতা ডিপজলের প্রশংসা করে পরিচালক মালেক আফসারী বলেন, টাকা পয়সা তো অনেকেরই আছে। কয়জন দেয়। ডিপজল সাহেব নিঃসন্দেহে একজন ভালো মানুষ। এ জন্য তাকে আমি সাপোর্ট করব। শাকিব খান নির্বাচনে না আসায় খুশি হয়েছি। মানুষ হিসেবে ডিপজল সাহেবের জবাব নেই। তিনি এবার নির্বাচন করবেন। আমি তার পক্ষে। তিনি সবার বিপদে সবসময় পাশে থাকেন। বর্তমানে অধিকাংশ শিল্পীর হাতে কাজ নেই। এদের মধ্যে কেউ তার কাছে গিয়ে খালি হাতে ফিরে আসেনি কখনো। সাভারে একটি জেলে বস্তি আছে সেখানকার গরীব মানুষদের বিপদে কিন্তু এই ডিপজল সাহেবই পাশে থাকেন।

সর্বশেষ তিনি বলেন, সমিতি দিয়ে সিনেমার উন্নতি হবে না। সমিতি হচ্ছে সদস্যদের ভালো-মন্দ দেখার জন্য। শিল্পীদের বিপদে পাশে থাকবে। এ ছাড়া কিছুই না। ১৮ সমিতি যদি মিলে একটি সিনেমা উপহার দিতে পারত তাহলে আজ গর্ব নিয়ে বলতে পারতাম। সিনেমা বানাতে হবে সিনেমার মতো। ২০-৪০ টাকার এইগুলো কি সিনেমা। আজকাল এই টাকায় নাটকই তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ