জমজমাট প্রতিবেদক
তরুণ প্রজন্মের সুরেলা গায়িকা তামান্না হকের গাওয়া নতুন গান ‘ভালোবাসি বলেছি’। রোমান্টিক ধাঁচের এই গানে তামান্না’র ও কাজী শুভ’র গানটি ঈদের আগে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মুক্তি দেওয়া হয়নি। অবশেষে ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে ১৫ এপ্রিল (সোমবার) বিকেল তিনটায় গানটি অন্তর্জাল কাঁপাতে আসছে।
গানটি প্রসঙ্গে সুরেলা ও সুন্দরী – জনপ্রিয় গায়িকা তামান্না হক বলেন, এই ঈদের জন্যে স্পেশাল এই গানটি করা। সঙ্গীত ক্যারিয়ারে এই প্রথম কাজী শুভ ভাইয়ার সঙ্গে ডুয়েট গান করলাম। গানটির গীতিকার জিয়াউর রহমান। এসকে শানুর সুরে এটির সঙ্গীত পরিচালনা করেছেন এইচ আর লিটন।
তামান্না জানান, গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জীবন চন্দ্র দাস। আর গানটি রিলিজ হচ্ছে ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে থেকে তামান্না আরও বলেন, আমার খুব আনন্দ লাগছে যে, এই প্রথম আমি কাজী শুভ ভাইয়ের সাথে সুন্দর একটি রোমান্টিক গান করলাম। আমার শ্রোতা – দর্শক – ভক্তদের জানাই ঈদ মোবারক ও পহেলা বৈশাখের শুভেচ্ছা। আশা করি আমার এই গানটি আপনাদের ঈদের ও বৈশাখের আনন্দ অনেক বাড়িয়ে দেবে।
Leave a Reply