জমজমাট প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ার ২১তম আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব ২০২৪ এ অফিসিয়াল মনোনয়ন পেয়েছে। জাজ মাল্টিমিডিয়ার সিইও মো. আলিম উল্যাহ প্রযোজিত, মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়না’।
উৎসব আয়োজক কর্তৃপক্ষ ২৬ মার্চ এক ইমেইল বার্তায় ময়না সিনেমার পরিচালক মনজুরুল ইসলাম মেঘকে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান মেষ।
আগামী ৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫ দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মর্যাদায় এই উৎসবটি গত ২১ বছর যাবত বিশ্ব চলচ্চিত্রের অলিম্পিক হিসেবে বিশ্বব্যাপী মর্যাদা পেয়েছে। বাংলাদেশ থেকে ময়না’ই প্রথম সিলেকশন পেলো।
প্রসঙ্গত, লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অফ মাল্টিকালচারাল ২০২৩ এ ময়না সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার বিজয়ী হয়েছে। ইতালির কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং ভারতের মুম্বাইয়ে গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩ এ সেমিফাইনালিস্ট হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে। এ ছাড়াও ইউরোপ, আমেরিকা, আফ্রিকা মহাদেশের কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসেবে ময়না অফিসিয়াল সিলেকশন পেয়েছে।
‘ময়নার’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা রাজ রিপা। ‘ময়না’ সিনেমার মাধ্যমেই রাজ রিপার নায়িকা হিসেবে পর্দায় অভিষেক হবে। আলিম উল্যাহ খোকনের গল্পে ময়না সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।
Leave a Reply