রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন

জামাইষষ্ঠীতে সৌরভকে আদরে ভাসালো দর্শনার পরিবার!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১২ জুন, ২০২৪

জমজমাট ডেস্ক

বাঙালি হিন্দু ধর্মাবলির ঐতিহ্যবাহী সংস্কৃতিক একটি রিতী জামাইষষ্ঠী । এই দিনে বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয়। এ দিন শাশুড়িরা জামাইয়ের দীর্ঘায়ু ও কল্যাণের জন্য পুজো দেন এবং জামাইকে আদর করে খাওয়ানোর পর তবেই কিছু মুখে তোলেন।

এই গরমের মধ্যেও জামাইষষ্ঠী করতে সকাল সকাল শ্বশুরবাড়ি পৌঁছে গিয়েছেন টালিউডের সকল জামাইরা। বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী সৌরভ-দর্শনার। তাই একটু বেশিই আয়োজন দর্শনার পরিবারে। টলিউডের জামাইষষ্ঠী একটু বেশিই জমজমাট । বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী সবসময়ই একটু বেশি স্পেশ্যাল হয়। নতুন জামাই সৌরভের আদরে যেন ভাটা না পড়ে, সেদিকেই নজর দর্শনার মা-বাবার। জামাইষষ্ঠীর দিন নবদম্পতি ধরা দিল সাবেকি সাজে।

প্রথম বছর দর্শনার মামা বাড়িতেই পালিত হচ্ছে জামাইষষ্ঠীর উৎসব। হলুদ পাঞ্জাবি আর সাদা পাজামা পড়া সৌরভ আর হলুদ শিফন আর সবুজ কাঁচের চুড়িতে সূর্যমুখীর মতো ঝলমলে দর্শনা। সকাল সকাল মিষ্টির হাড়ি নিয়ে দর্শনার মামার বাড়ি হাজির সৌরভ। আদরের জামাই সৌরভের পছন্দ মতো সব পদ এদিন রান্না করেছেন দর্শনার মা। কী নেই মেনুতে, দেখলেই চমকে যাবেন! নতুন জামাইকে কাঁসার থালা-বাটিতে যত্ন করে খাবার সাজিয়ে দিয়েছেন।

তবে ভুরিভোজের আগে অবশ্য চলল নিয়ম সারার পর্ব। এদিন মেয়ে জামাইকে বরণ করে নেন দর্শনার মা। আর্শীবাদ পর্ব সেরে চলল দই-চিঁড়ে খাওয়ার পর্ব। তারপর ফল আর মিষ্টিমুখ। দুপুরের খাবারে সৌরভের জন্য এলাহী মেনু। সৌরভের পছন্দসই বাসন্তী পোলাও, মাটন, সরষে ইলিশ, গলদা চিংড়ি কিছুই বাদ যায়নি। সঙ্গে পাঁচরকম ভাজি,মিষ্টি কিছুই বাদ নেই। ডায়েট ভুলে এদিন কিন্তু কবজি ডুবিয়েই খেয়েছেন সৌরভ।

শুধু কি খাওয়া-দাওয়া? উপহার বিনিয়মও চলল। নতুন সংসার পেতেছে মেয়ে-জামাই। তাই সংসারে ব্যবহারযোগ্য উপহার দিলেন সৌরভের শাশুড়িমা। ডিনার সেট এবং ননস্টিকের একটি বাসন মেয়ে-জামাইয়ের হাতে তুলে দেন দর্শনার মা।

গত বছর নভেম্বরে আচমকা বিয়ের ঘোষণা দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন সৌরভ-দর্শনা। গত বছর ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। সদ্য বক্স অফিসে মুক্তি পেয়েছ বুমেরাং। জিৎ-রুক্মিণীর ছবিতে সৌরভের অভিনয়ও  প্রশংসা কুড়িয়েছে। সপরিবারে এই ছবি উপভোগ করেন সৌরভ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ